Shyamoli
 Paribahan

 My Account  Our Counters
88
88
88
88
 shyamoliparibahan.bd@gmail.com  09644 664466

শ্যামলী পরিবহন সম্পর্কে কিছু কথাঃ


শ্যামলী পরিবহন বাংলাদেশের সড়ক পরিবহন জগতে একটি ঐতিহ্যের নাম। স্বাধীনতার পরে বাংলাদেশ যখন দেশ হিসেবে গুছিয়ে উঠছিল, তখন রমেশ চন্দ্র ঘোষ ১৯৭৩ সনে যাত্রী পরিবহন সেবায় নিজেকে নিয়োজিত করে নিজ জেলা শহর পাবনা থেকে শ্যামলী পরিবহন-এর যাত্রা শুরু করেন, বর্তমানে ৪৯ বছর পার করে সুবর্ণজয়ন্তীর দোড়গোড়ায় দাড়িয়ে। ১টি বাস নিয়ে পথচলা শুরু, এখন প্রায় ৫০০ টি এসি/নন-এসি লাক্সারী চেয়ার কোচ বাস নিয়ে দেশের অন্যতম বৃহৎ বাসের বহর শ্যামলীর। বাংলাদেশের প্রথম প্রাইভেট কোম্পানী হিসেবে ১৯৯৯ সালে ঢাকা-কোলকাতা-ঢাকা আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার মাধ্যমে শ্যামলী পরিবহন সর্বপ্রথম আন্তর্জাতিক সেবা প্রদান করে যখন । এই সুদীর্ঘ সময়ে অসংখ্য সম্মাননা পেয়ে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আস্থা ও সেবার মাধ্যমে যাত্রীদের কাছে একটি আস্থার প্রতীক শ্যামলী পরিবহন। ৬০০০ লোকের দক্ষ জনবল দিয়ে সুনামের সাথে দেশে এবং বিদেশে যাত্রীসেবায় অনন্য ভূমিকা পালন করছেন। মালিক-শ্রমিক সম্পর্কের ভিত্তিতে সড়ক পরিবহনের একটি অগ্রদূত প্রতিষ্ঠানের নাম শ্যামলী পরিবহন।

রমেশ চন্দ্র ঘোষের জন্ম পাবনা জেলার সাদুল্লাপুর গ্রামে। উনার বলিষ্ঠ নেতৃত্বে ১টি বাস নিয়ে পাবনা জেলা থেকে শুরু করে বর্তমানে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ও পূর্বাঞ্চল জেলাসমূহ থেকে, টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন্ত বাংলাদেশের ৫০+ জেলায় শ্যামলী পরিবহনের এসি-নন এসি বাসের পদচারণা রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন। এ ছাড়াও তিনি সড়ক পরিবহন ঐক্য পরিষদের একজন সম্মানিত সদস্য। বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সংঘটনের কর্মকান্ডের সহিত যুক্ত তিনি।

শ্যামলী পরিবহনের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:-

  • শ্যামলী ফুড এন্ড বেভারেজ (প্রাঃ) লিঃ
  • শ্যামলী অয়েল মিলস্
  • শ্যামলী ফ্লাওয়ার এন্ড অটো রাইস মিলস্
  • এন আর সিএনজি ফিলিং স্টেশন
  • শ্যামলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ


CONTACT INFORMATION

Head Office Address:

27/ka, Pisciculture Housing Society,

Shyamoli, Mohammadpur, Dhaka-1207.

Registered Office:

Counter: Block-ka/13,

Gabtoli Bus Terminal, Mirpur.

 Trade License No: 04 - 42370
COMPLAINTS & HELP DESK

For Reservation, Complaints & Queries:

 09644 664466  SHYAMOLIPARIBAHAN.BD@GMAIL.COM
WE ACCEPT
Mobile Apps Get it on Google Play